You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পাকিস্তান
৭ই মার্চ ১৯৬৯
শেখ মুজিব সকাশে সংখ্যালঘু প্রতিনিধিদল

বলদা ভবনের মি: এ, পি, রায় চৌধুরীর নেতৃত্বে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার শেখ মুজিবর রহমানের সাথে দেখা করেন। এপিপি-এর খবরে প্রকাশ, প্রতিনিধিদল গোলটেবিল বৈঠকে উত্থাপনের উদ্দেশ্যে সংখ্যালঘুদের সমস্যাদি সংক্রান্ত একটি স্মারকলিপি শেখ মুজিবরের কাছে অর্পণ করেন।
শেখ মুজিব প্রতিনিধিদলকে এ ব্যাপারে তাঁর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
প্রকাশ সংখ্যালঘু সম্প্রদায় অন্যান্য বিষয়াদির সাথে গোলটেবিল বৈঠকে তাদের একজন প্রতিনিধি নেয়ার দাবী জানিয়েছেন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!