You dont have javascript enabled! Please enable it! 1969.03.08 | এক ইউনিট বাতিল সমর্থনের জন্য শেখ মুজিবের নিকট পীরজাদার তারবার্তা | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
৮ই মার্চ ১৯৬৯
এক ইউনিট বাতিল সমর্থনের জন্য শেখ মুজিবের নিকট পীরজাদার তারবার্তা

শুক্কুর, ৬ই মার্চ (এপিপি)।- সাবেক সিন্ধু প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জনাব আবদুস সাত্তার পীরজাদা এক ইউনিট বাতিল সমর্থনের জন্য ছয় দফা পন্থী আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমানের নিকট এই তারবার্তা প্রেরণ করিয়াছেন।
তারবার্তায় জনাব পীরজাদা বলেন যে, সংশ্লিষ্ট জনগণের ইচ্ছার বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানে যে এক ইউনিট ব্যবস্থা চাপাইয়া দেওয়া হইয়াছিল সিন্ধু এবং অন্যান্য ক্ষুদ্র অঞ্চলের জনগণ অবিলম্বে উহার বিলুপ্তি কামনা করিতেছে।
সার্বজনীন ভোটাধিকার, প্রত্যক্ষ নির্বাচন ও পার্লামেন্টারী সরকারের ন্যায় এক ইউনিট বাতিলের ব্যবস্থা শাসনতন্ত্রের অন্তর্ভুক্ত করার জন্যও এই সকল অঞ্চলের জনগণ দাবী জানাইতেছে বলিয়া তিনি তারবার্তায় উল্লেখ করেন।
আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এক ইউনিট বাতিলের বিষয় উত্থাপন এবং দলীয় সদস্যদের প্রতি উহা সমর্থনের অনুরোধ জানানোর জন্য জনাব পীরজাদা শেখ মুজিবর রহমানের প্রতি আবেদন জানান।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯