You dont have javascript enabled! Please enable it! 1969.03.07 | শেখ মুজিব কর্তৃক দ্বিতীয় বেতন বোর্ড স্থাপনের দাবী | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
৭ই মার্চ ১৯৬৯
শেখ মুজিব কর্তৃক দ্বিতীয় বেতন বোর্ড স্থাপনের দাবী

ঢাকা, ৬ই মার্চ।-আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান আজ দেশের কার্যরত সাংবাদিকদের ন্যায়সঙ্গত দাবীর প্রতি সমর্থন জানান। আজ অপরাহ্নে লাহোর রওয়ানা হওয়ার প্রাক্কালে তেজগাঁ বিমানবন্দরে প্রদত্ত এক বিবৃতিতে তিনি যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় সাংবাদিক বেতন বোর্ড স্থাপনের দাবী জানান।
শেখ মুজিব সংবাদপত্র ও প্রকাশনা অর্ডিন্যান্স সহ সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী অন্যান্য দমনমূলক আইন ও অর্ডিন্যান্স বাতেলের দাবী জানান। জাতীয় প্রেস ট্রাষ্টের বিলোপ সাধন ও প্রোগ্রেসিভ পেপার্স লিমিটেডসহ সকল পত্রিকা মূল মালিককে প্রত্যর্পণেরও দাবী জানান। তিনি বলেন যে, এই দাবী পূরণকালে কার্য্যরত সাংবাদিকদের স্বার্থ অবশ্যই রক্ষা করিতে হইবে।
আওয়ামী লীগ প্রধান বলেন যে, সরকারী নিয়ন্ত্রণমুক্ত হইলে এপিপি ব্যক্তিগত মালিকানাধীন হইতে পারিবে না। -এপিআই

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!