দৈনিক পয়গাম
৬ই মার্চ ১৯৬৯
জনসাধারণকে কেন্দ্র করিয়াই আমার রাজনীতি পরিচালিত হইবে : শেখ মুজিব
(ষ্টাফ রিপোর্টার)
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান বলেন, কোন শক্তিই আমাকে জনগণের নিকট হইতে বিচ্ছিন্ন করিতে পারিবে না। এবং জনগণকে কেন্দ্র করিয়াই আমার রাজনীতির গতিপথ নির্ধারিত হইবে। গতকল্য (বুধবার) সন্ধ্যায় শেখ মুজিবর রহমান তাহার বাসভবনে সাংবাদিকদের সহিত ঘরোয়া আলোচনাকালে উপরোক্ত মন্তব্য করেন।
গোলটেবিল বৈঠক সম্পর্কে তিনি বলেন যে, ‘ডাক’-এর ৮-দফা গোলটেবিল বৈঠকের পূর্ব শর্ত। তবে বৈঠকে আলোচনার জন্য সম্মিলিতভাবে একটি কর্মসূচী প্রণয়ন করা হইতেছে বলিয়া শেখ মুজিবর রহমান উল্লেখ করেন।
আওয়ামী লীগ প্রধান ঘোষণা করেন যে, সাম্প্রতিক আন্দোলনে প্রদেশের বিভিন্ন স্থানে সামরিক বাহিনীর ইপি আর ও পুলিশের গুলীবর্ষণ সম্পর্কে অবিলম্বে সরকারকে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করিতে হইবে, ঘটনার সহিত সংশ্লিষ্ট দোষী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিতে হইবে ও ক্ষতিগ্রস্তদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে।
ইহা ছাড়া, সাম্প্রতিক ঘটনার সহিত সংশ্লিষ্ট সকল মামলা ও গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের জন্যও শেখ মুজিব সরকারের নিকট দাবী জানান। সরকার ব্যর্থ হইলে-
শেখ মুজিব বলেন যে, যদি সাম্প্রতিক আন্দোলনে গুলীবর্ষণ সম্পর্কে তদন্তের জন্য সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে ব্যর্থ হন, তাহা হইলে আমরাই হয়ত কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানাইব।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯