আজাদ
২৪শে ফেব্রুয়ারি ১৯৬৯
শেখ মুজিবের সহিত বিশিষ্ট রাজনীতিকদের সাক্ষাৎকার
(ষ্টাফ রিপোর্টার)
পূর্ব্ব ও পশ্চিম পাকিস্তান হইতে প্রত্যহ শত শত অভিনন্দন সুচক টেলিগ্রাম ও টেলিফোন শেখ মুজিবর রহমানের নিকট আসিয়া পৌছিতেছে। গতকাল রবিবার সদ্য কারামুক্ত প্রখ্যাত ও প্রবীণ রাজনীতিবিদ মনি সিং ও পূর্ব্ব পাকিস্তানের সাবেক উজিরে আলা জনাব আতাউর রহমান খান সহ বহু রাজনৈতিক নেতা শেখ মুজিবর রহমানের সহিত সাক্ষাৎ করেন। ইহাছাড়া কনভেনশন মুসলিম লীগ নেতা কাজী আবদুল কাদের সহ শত শত রাজনৈতিক কর্মী ও শুভানুধ্যায়ী, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব সারাদিন ব্যাপী শেখ মুজিবের বাসভবনে আগমন করিয়া শেখ মুজিবকে অভিনন্দিত করিয়াছেন। গতকালও বহুসংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্ৰ মিছিল আসিয়া শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা ও সংগ্রামী অভিনন্দন জানাইয়া যায়।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯