দৈনিক পয়গাম
১৬ই ডিসেম্বর ১৯৬৮
করাচী আওয়ামী লীগ: বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ
করাচী, ১৪ই ডিসেম্বর।- প্রাদেশিক আওয়ামী লীগ গতকল্য দেশ হইতে জরুরী অবস্থা প্রত্যাহার, ১৪৪ ধারা তুলিয়া লওয়া এবং আটককৃত সকল রাজনৈতিক নেতার মুক্তি দাবী করেন।
করাচী প্রাদেশিক আওয়ামী লীগের এক জরুরী সভায় গৃহীত প্রস্তাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবু আসিম।
সভায় বলা হয় যে, শেখ মুজিবর রহমান প্রণীত একমাত্র ৬ দফা কর্মসূচীর মাধ্যমেই দেশের সকল রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যার সমাধান করা যাইতে পারে। দেশের সংহতি দৃঢ়তর করার উদ্দেশ্যে একটি সাধারণ রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মসূচীর ভিত্তিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সভায় আহ্বান জানান হয়।
সভার বক্তারা দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মী এবং ছাত্রদের উপর পুলিশী নির্যাতন এবং গুলীবর্ষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং এই নির্যাতনের শিকারে পরিণত পরিবারবর্গের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
পুলিশের গুলীতে যাহারা নিহত হইয়াছেন, তাহাদের পরিবারবর্গকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দানের জন্যও সভায় সরকারের প্রতি দাবী জানান হয়। – এপিপি
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮