সংবাদ
২রা ডিসেম্বর ১৯৬৮
আওয়ামী লীগ কার্যকরী কমিটির সভায় বিরোধী দলসমূহের প্রতি ঐক্যের আহ্বান: আলাপ-আলোচনার্থে উপসংঘ গঠিত
(নিজস্ব বার্তা পরিবেশক)
গতকাল (রবিবার) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের নব-গঠিত কার্যকরী কমিটি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবীতে সংগ্রামের উদ্দেশ্যে সত্যিকার ঐক্য গঠনের জন্য সকল বিরোধীদল ও গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানাইয়াছে। ১৩ই ডিসেম্বর “জুলুম প্রতিরোধ দিবস” পালনের জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। বিরোধীদলীয় ঐক্য গঠনের প্রশ্নে সংশ্লিষ্ট দলসমূহের সহিত যোগাযোগ করার জন্য সভায় ৫ জনকে লইয়া একটি সাব-কমিটিও গঠন করা হইয়াছে।
সভায় গৃহীত এক প্রস্তাবে জনগণের নিম্নোক্ত দাবীসমূহের ভিত্তিতে সংগ্রামের উদ্দেশ্যে দেশের সকল বিরোধীদল ও গণতান্ত্রিক শক্তির প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হইয়াছে।
(১) আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান, ন্যাপ প্রধান খান আবদুল
ওয়ালী খান ও পিপলস পার্টির প্রধান জেড, এ, ভুট্টোসহ সকল রাজনৈতিক নেতার আশুমুক্তি, দেশের উভয় অঞ্চলে আটক সকল ছাত্র ও শ্রমিক নেতার মুক্তি।
(২) সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার।
(৩) প্রেস ও পাবলিকেশন্স অর্ডিন্যান্স বাতিল, নিউনেশন প্রিন্টিং প্রেস (ইত্তেফাক ছাপাখানা) বাজেয়াপ্তি আদেশ প্রত্যাহার।
(৪) বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সসহ সকল কালাকানুন বাতিল।
(৫) অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা।
(৬) জরুরী অবস্থার প্রত্যাহার।
(৭) পূর্ব আঞ্চলিক স্বায়ত্তশাসন কায়েম।
(৮) এক ইউনিট বাতিল ও পশ্চিম পাকিস্তানের সাবেক প্রদেশসমূহের পুনরুজ্জীবন।
(৯) মৌলিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা।
(১০) প্রতিটি পর্যায়ে প্রত্যক্ষ সার্বজনীন ভোটাধিকার কায়েম।
(১১) পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ।
(১২) খাদ্যশস্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অগ্নিমূল্য হ্রাস ইত্যাদি।
অপর এক প্রস্তাবে পশ্চিম পাকিস্তানের জনগণের সাম্প্রতিক স্বৈরাচার বিরোধী বীরত্বপূর্ণ আন্দোলনকে অভিনন্দিত করা হয়।
এক প্রস্তাবে বলা হয় যে, পূর্ব পাকিস্তানের জনগণ ইতিপূর্বেই গণতন্ত্রের দাবীতে সংগ্রামে শামিল হইয়াছে এবং তজ্জন্য বিভিন্ন সময়ে চরম নির্যাতন ভোগ করিয়াছে। প্রস্তাবে বিশেষভাবে ৭ই জুনের আন্দোলনের কথা উল্লেখ করা হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮