You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
১৩ই ডিসেম্বর ১৯৬৮
পাবনায় মশাল শোভাযাত্রা

‘সংবাদ’ এর নিজস্ব সংবাদদাতা কর্তৃক প্রেরিত এক তারবার্তায় প্রকাশ, রাজনৈতিক নির্যাতন এবং খান ওয়ালী খান, শেখ মুজিবর রহমান, ভুট্টো ও মতিয়া চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রনেতার মুক্তির দাবীতে বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা শহরে একবিরাট মশাল শোভাযাত্রা বাহির হয়। সম্মিলিত বিরোধীদল কর্তৃক আহূত দমননীতি প্রতিরোধ দিবস পালনের জন্য আগামীকাল আওয়ামী লীগ ও ন্যাপের যৌথ উদ্যোগে এবং পাবনার আইনজীবীদের পক্ষ হইতে বিক্ষোভ মিছিল বাহির হইবে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮