সংবাদ
১৬ই ডিসেম্বর ১৯৬৮
শেখ মুজিবের সহিত আসগার খানের সাক্ষাতের আবেদন প্রত্যাখ্যান
ঢাকা, ১৫ই ডিসেম্বর (পিপিআই)।- বিমান বাহিনীর প্রাক্তন প্রধান এয়ার মার্শাল আসগর খান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের সহিত সাক্ষাতকারের জন্য আনুষ্ঠানিকভাবে যে আবেদন করিয়াছিলেন কর্তৃপক্ষ তাহা মৌখিকভাবে প্রত্যাখ্যান করিয়াছেন।
আজ স্থানীয় হোটেল সাহবাগে সাংবাদিকদের সহিত আলোচনা প্রসঙ্গে এয়ার মার্শাল আসগার খান বলেন যে, আজ বেলা তিনটায় ঢাকা ক্যান্টনমেন্টে আটক শেখ মুজিবর রহমানের সহিত সাক্ষাতকারের জন্য ইতিপূর্বে আবেদন করিয়াছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁহাকে টেলিফোন করিয়া জানান যে, শেখ মুজিবরের সহিত তাহাকে সাক্ষাতের অনুমতি দেওয়া যাইবে না।
এয়ার মার্শাল আসগর খান বলেন, শেখ মুজিবর রহমানের সহিত সাক্ষাতের জন্য তিনি যে আবেদন করিয়াছিলেন কর্তৃপক্ষ তাহার কোন লিখিত জওয়াব দেন নাই এবং কোন লিখিত জওয়াব তাহারা দিবে না বলিয়া জানান। কর্তৃপক্ষ টেলিফোন যোগে তাঁহাকে জানান যে, এ ব্যাপারে প্রয়োজন হইলে তিনি পুলিস ইন্সপেক্টর জেনারেলের সহিত যোগাযোগ করিতে পারেন, তবে কোন অবস্থাতে তিনি শেখ মুজিবের সহিত সাক্ষাতের অনুমতি পাইবেন না।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮