You dont have javascript enabled! Please enable it! 1968.12.13 | শেখ মুজিবের বাসভবনে আসগর খান: পূর্ব পাকিস্তানকে অবশ্যই সমান অংশ পাইতে হইবে | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১৩ই ডিসেম্বর ১৯৬৮
শেখ মুজিবের বাসভবনে আসগর খান:
পূর্ব পাকিস্তানকে অবশ্যই সমান অংশ পাইতে হইবে
(নিজস্ব বার্তা পরিবেশক)

গতকল্য (বৃহস্পতিবার) সন্ধ্যায় আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের ধানমণ্ডীস্থ বাসভবনে আয়োজিত এক ইফতার পার্টিতে বক্তৃতাকালে পাকিস্তান বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল আসগর খান বলেন যে, সকল জাতীয় বিষয়ে পূর্ব পাকিস্তানকে অবশ্যই সমান অংশ পাইতে হইবে।
জনাব মিজানুর রহমান চৌধুরী, জনাব মাহমুদ আলী, জনাব জে, এ, রহিম, জনাব আসাদুজ্জামান খান, মৌলভী ফরিদ আহমেদ, ডাঃ আজহারুদ্দীন প্রমুখ ইফতার পার্টিতে যোগদান করেন।
পূর্ব পাকিস্তানের উন্নয়নে বিপুল অর্থব্যয় করা হইয়াছে বলিয়া প্রেসিডেন্ট আইয়ুব সম্প্রতি যে মন্তব্য করিয়াছেন, এয়ার মার্শাল উহাকে ‘উপনিবেশবাদী মনোভাব’ বলিয়া বর্ণনা করেন। তিনি বলেন, বৃটিশ শাসনামলে আমাদের শাসকরাও আমাদের জন্য তাহাদের কৃতকর্মের কথা বারবার বলিত। তাহাদের এ বিধ প্রচারের উদ্দেশ্য ছিল জনসাধারণকে ইহা বোঝান যে, তাহারা আমাদের স্বার্থেই এই দেশে রহিয়াছে। বস্তুতঃ ইহা উপনিবেশবাদী মনোভাব। পূর্ব পাকিস্তানকে রাজনৈতিক বা অর্থনৈতিক সকল জাতীয় বিষয়ে অবশ্যই সমান অংশ পাইতে হইবে।

শেখ মুজিবের সহিত সাক্ষাৎকার প্রার্থনা
এয়ার মার্শাল প্রকাশ করেন যে, তিনি শেখ মুজিবের সহিত সাক্ষাৎ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রার্থনা পেশ করিয়াছেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮