দৈনিক পাকিস্তান
২২শে অক্টোবর ১৯৬৮
অসুস্থা মাতাকে দেখার জন্য শেখ মুজিবকে গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয়েছে
রাষ্ট্র বনাম শেখ মজিবর রহমান ও অন্যান্যদের মামলার পয়লা নম্বরের বিবাদী শেখ মুজিবুর রহমানকে অসুস্থা মাকে দেখাবার জন্য গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয়েছে। তাই গতকাল সোমবার সকালে স্পেশ্যাল ট্রাইব্যুনালের মামলার শুনানী শুরু হলে আসামীর কাঠগড়ায় তাকে দেখা যায়নি।
পিপিআই-এর খবরে প্রকাশ, এডভোকেট জনাব জহিরউদ্দিন শেখ মুজিবরের হয়ে ট্রাইব্যুনালের সামনে হাজির ছিলেন।
শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে বিশেষ ট্রাইব্যুনালের গতকালের কার্যবিবরণী নিম্নলিখিতভাবে রেকর্ড করা হয়: “শেখ মুজিবর রহমান ব্যতীত সকল বিবাদীই হাজির রয়েছেন।”
“বিবাদী আজ ডকে উপস্থিত ছিলেন না। অসুস্থা মাকে দেখাবার জন্য সামরিক কর্তৃপক্ষ তাকে নিয়ে গেছেন। এডভোকেট জনাব জহিরউদ্দীন তার হয়ে আমাদের সামনে হাজির রয়েছেন।”
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮