আজাদ
২৩শে অক্টোবর ১৯৬৮
অসুস্থা মাতার শয্যাপার্শ্বে ৯ ঘণ্টাকাল শেখ মুজিব
(ষ্টাফ রিপোর্টার)
রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান ও অন্যান্যদের মামলার প্রথম অভিযুক্ত ব্যক্তি শেখ মুজিবর রহমান গত সোমবার গোপালগঞ্জে গ্রামের বাড়ীতে অসুস্থা মাতার শয্যাপার্শ্বে নয় ঘণ্টাকাল উপস্থিত ছিলেন বলিয়া সংশ্লিষ্ট কৌসুলীদের নিকট হইতে জানা গিয়াছে।
কর্তৃপক্ষ গত রবিবার অপরাহ্নে শেখ মুজিবকে সি-প্লেনযোগে খুলনা পর্যন্ত লইয়া যান এবং খুলনা হইতে লঞ্চযোগে তাহাকে গোপালগঞ্জে নেওয়া হয়। তিনি সোমবার ভোরে নিজ বাড়ীতে পৌঁছান এবং ঘনিষ্ঠ আত্মীয়- স্বজনসহ (ভাই বোন স্ত্রী) অসুস্থা মাতার পাশে ছিলেন। ইহার পর তাঁহাকে ঢাকায় ফিরাইয়া আনা হয়।
কয়েকদিন পুর্ব্বে তাঁহার কৌসুলী জনাব সালাম খান অসুস্থা মাতাকে দেখিবার জন্য শেখ মুজিবকে প্যারোলে মুক্তিদানের উদ্দেশ্যে ট্রাইব্যুনালের নিকট আবেদন করিয়াছিলেন। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে সামরিক কর্তৃপক্ষ (যাহাদের কর্তৃত্বাধীনে তিনি আটক রহিয়াছেন) বিশেষ ব্যবস্থাধীনে তাঁহার মাতাকে দেখিবার জন্য এই ব্যবস্থা করেন। শেখ মুজিবর রহমান গতকাল বিশেষ ট্রাইব্যুনালে অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের সাথে উপস্থিত ছিলেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮