You dont have javascript enabled! Please enable it! 1968.12.13 | শেখ মুজিবের গৃহে আসগর খান | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পয়গাম
১৩ই ডিসেম্বর ১৯৬৮
শেখ মুজিবের গৃহে আসগর খান
(ষ্টাফ রিপোর্টার)

আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডি বাসভবনে গতকল্য (বৃহস্পতিবার) আয়োজিত এক ইফতার পার্টিতে বক্তৃতা প্রসঙ্গে এয়ার মার্শাল আসগর খান রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য সকল রাষ্ট্রীয় কাজে পূর্ব পাকিস্তানের সমঅধিকারের উপর গুরুত্ব আরোপ করেন।
প্রাক্তন উজিরে আলা জনাব আতাউর রহমান খান, প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা জনাব আসাদুজ্জামান খান, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মীজানুর রহমান চৌধুরী এম,এন,এ, জনাব মাহমুদ আলী এম,এন,এ, মৌলবী ফরিদ আহমদ এম,এন,এ, পিপল্স পার্টির ভারপ্রাপ্ত প্রধান জনাব জেড, এ, রহিম, ডাঃ আজহারউদ্দিন এম,পি,এ-সহ বেশকিছু সংখ্যক রাজনৈতিক নেতা ও আইনজীবী ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।
পূর্ব পাকিস্তানের উন্নয়নমূলক কার্যাবলীর জন্য সরকার অজস্র অর্থ ব্যয় করিতেছেন বলিয়া প্রেসিডেন্ট আইয়ুব সম্প্রতি যে মন্তব্য করিয়াছেন এয়ার মার্শাল আসগর খান তাহা উল্লেখ করিয়া বলেন যে, এই জাতীয় মন্তব্য উপনিবেশবাদী মনোভাবের পরিচায়ক।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮