আজাদ
২২শে অক্টোবর ১৯৬৮
বিশেষ ব্যবস্থাধীনে অসুস্থা মাতাকে দেখার জন্য শেখ মুজিবকে গোপালগঞ্জে প্রেরণ
(ষ্টাফ রিপোর্টার)
রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান ও অন্যান্যদের মামলায় প্রথম অভিযুক্ত ব্যক্তি শেখ মুজিবর রহমানকে অসুস্থা মাতাকে দেখিবার জন্য বিশেষ ব্যবস্থাধীনে গত রবিবার গোপালগঞ্জে তাঁহার গ্রামের বাড়ীতে লইয়া যাওয়া হইয়াছে বলিয়া জানা যায়।
গতকাল তিনি বিশেষ ট্রাইব্যুনালের অধিবেশনের সময় উপস্থিত ছিলেন না।
জনাব সালাম খানের অবর্তমানে এডভোকেট জনাব জহিরুদ্দিন গতকাল শেখ মুজিবর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন। সামরিক কর্তৃপক্ষের দায়িত্বে শেখ মুজিবকে গোপালগঞ্জে লইয়া যাওয়া হয়।
উল্লেখযোগ্য যে, শেখ মুজিবের বৃদ্ধা মাতা দীর্ঘদিন যাবৎ গুরুতরভাবে অসুস্থ থাকায় কয়েকদিন পূর্ব্বে জনাব সালাম খান মাতাকে দেখিবার জন্য কোর্টের নিকট শেখ মুজিবর রহমানের প্যারোলে মুক্তি দানের আবেদন করিয়াছিলেন। আবেদনপত্রটি বিচারপতি রহমান সামরিক কর্তৃপক্ষের নিকট ‘ফরোয়ার্ড’ করেন। তিনি উক্ত আবেদনপত্রে কোন সুপারিশ বা মন্তব্য করেন নাই। কারণ অর্ডিন্যান্স মোতাবেক অভিযুক্তগণ মামলা চলাকালীন পর্য্যন্ত সামরিক তত্ত্বাবধানে থাকিবেন।
কিন্তু বাদীপক্ষের প্রধান কৌসুলী জনাব মনজুর কাদের উক্ত আবেদন সম্পর্কে ট্রাইব্যুনালে জানাইয়াছিলেন যে, তিনি যাহা পারেন তাহার চেষ্টা করিবেন এবং আশা করিয়াছিলেন যে, কিছু করা সম্ভব হইবে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮