সংবাদ
১১ই অক্টোবর ১৯৬৮
শেখ মুজিবকে প্যারোলে মুক্তি দানের দাবী
ঝালকাঠি (বরিশাল), ৭ই অক্টোবর (সংবাদদাতা)।- পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ঝালকাঠি থানার নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে শেখ মুজিবর রহমানকে প্যারোলে মুক্তি দানের দাবী জানাইয়াছেন। বিবৃতিতে তাঁহারা বলেন যে, কিছুদিন পূর্বে আমরা পত্রিকার মাধ্যমে জানিতে পারিলাম যে, শেখ মুজিবের বৃদ্ধা মাতা গুরুতর অসুস্থ। এমতাবস্থায় একান্ত মানবতার খাতিরে অসুস্থ বৃদ্ধা মাতাকে দেখার উদ্দেশ্যে শেখ মুজিবর রহমানকে প্যারোলে মুক্তিদানের জন্য সরকারের নিকট আবেদন জানাইতেছি। বিবৃতিতে স্বাক্ষরদান করেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের পক্ষে ডাঃ লুৎফর রহমান, অরুণ সাহা, আনওয়ার জাহিদ। পূর্ব পাকিস্তান ছাত্রলীগের পক্ষে মোবারক হোসেন, দেলওয়ার হোসেন, সঞ্জীব বোস, বজলুল হক তালুকদার।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮