You dont have javascript enabled! Please enable it! 1968.10.16 | ময়মনসিংহের নেতৃবৃন্দের বিবৃতি: শেখ মুজিবকে প্যারোলে মুক্তি দানের আবেদন | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১৬ই অক্টোবর ১৯৬৮
ময়মনসিংহের নেতৃবৃন্দের বিবৃতি
শেখ মুজিবকে প্যারোলে মুক্তি দানের আবেদন

ময়মনসিংহ, ১২ই অক্টোবর (নিজস্ব সংবাদদাতা)।- পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমানকে প্যারোলে মুক্তির আবেদন জানাইয়া ময়মনসিংহ জেলার আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি, পি, ডি, এম, ভাসানীপন্থী ন্যাপ, কাউন্সিল মুসলিম লীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ), সাবেক এম, পি, এ, শ্রমিক ও নেতৃবৃন্দসহ ৩৯ জন এক যুক্ত বিবৃতি প্রদান করিয়াছেন।
যুক্ত বিবৃতিতে তাঁহারা বলেন, “ষড়যন্ত্র মামলায় আটক পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সভাপতি শেখ মজিবুর রহমানের ৭৬ বৎসর বয়স্কা জননী আজ দীর্ঘদিন যাবৎ রোগশয্যায় শায়িতা। বর্ত্তমানে তাঁহার অবস্থা সংকটজনক পর্যায়ে উপনীত। মৃত্যুপথযাত্রী মাতা পুত্র জনাব শেখ মুজিবর রহমানকে শেষবারের মত একবার দেখিতে চাহিতেছেন।
পরিশেষে নেতৃবৃন্দ মানবিক কারণে শেখ মুজিবর রহমানকে অনতিবিলম্বে প্যারোলে মুক্তিদানের আবেদন জানান।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রহিয়াছেন: ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সম্পাদক জনাব রফিকউদ্দিন ভূঁইয়া, জেলা পি, ডি, এম সভাপতি মওলানা আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আখতারুজ্জামান এডভোকেট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আবদুস সাত্তার এডভোকেট, জেলা ন্যাপের সহ-সভাপতি জনাব মোঃ লাল মিঞা, জেলা ন্যাপের সহ-সভাপতি জনাব কাজী আবদুল বারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব খোন্দকার আবদুল মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আবদুল মতিন এডভোকেট, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জনাব আবুল মনসুর আহমদ এডভোকেট, প্রাদেশিক কাউন্সিল মুসলিম লীগের যুগ্ম-সম্পাদক জনাব ইসমাইল হোসেন এডভোকেট, জেলা ভাসানীপন্থী ন্যাপের সহ-সভাপতি জনাব আমিনুল হক এডভোকেট, জেলা ভাসানীপন্থী ন্যাপ সম্পাদক জনাব গিয়াস উদ্দিন আহমদ, সদর দক্ষিণ মহকুমা লীগ সভাপতি জনাব মফিজউদ্দিন আহমদ, সদর-উত্তর মহকুমা আওয়ামী লীগ সভাপতি জনাব আনোয়ারুল কাদির এডভোকেট, জামালপুর মহকুমা আওয়ামী লীগ সভাপতি জনাব আবদুল হাকিম এডভোকেট, সদর-উত্তর মহকুমা আওয়ামী লীগ সম্পাদক জনাব শামছুল হক, সদর দক্ষিণ মহঃ আওঃ লীগ সম্পাদক জনাব ইমান আলী এডভোকেট, জেলা ন্যাপ কোষাধ্যক্ষ জনাব আবদুল কুদ্দুস এডভোকেট, জেলা কাউঃ মুসলিম লীগ, সম্পাদক জনাব নূরুল ইসলাম এডভোকেট, শহর আওয়ামী লীগ, সভাপতি জনাব মকবুল আহমদ, শহর আওয়ামী লীগ সম্পাদক জনাব মোঃ কমরউদ্দিন, সদর ভাসানীপন্থী ন্যাপের সভাপতি জনাব এ, কে, সিরাজুল ইসলাম এডভোকেট, প্রাক্তন প্রাদেশিক পরিষদ সদস্য জনাব মোঃ কালাম আলী এডভোকেট, জেলা রিক্সা মজদুর ইউনিয়নের সম্পাদক জনাব হাফিজউদ্দিন আহমদ, এডভোকেট এম, এ, মোত্তালিব (আওঃ লীগ), এডভোকেট জমরুদুল হোসেন খান (আওঃ লীগ), এডভোকেট মোঃ নূরুল ইসলাম (ঐ), মোঃ শামসুল হক মোক্তার (ঐ), মুক্তাগাছা থানা আওঃ লীগ সভাপতি মৌলবী ইয়াকুব আলী, মুক্তাগাছা শহর আওয়ামী লীগ সম্পাদক শ্রী শিশির কুমার রক্ষিত, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জনাব ফারুক আনোয়ার, জেলা ছাত্র ইউনিয়ন সম্পাদক জনাব শামসুল আলম, শহর ছাত্র ইউনিয়নের আহবায়ক জনাব নজরুল ইসলাম, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোশারফ হোসেন আনোয়ার, জেলা ছাত্রলীগ সভাপতি জনাব আবুল হাসনাৎ, জেলা ছাত্রলীগ সম্পাদক জনাব এম, আই চৌধুরী, ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ লুৎফর রহমান, মেনন গ্রুপের জেলা কমিটির সভাপতি জনাব দেলোয়ার আহমদ ও ভারপ্রাপ্ত সম্পাদক জনাব নূর আকবর ফকির।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮