আজাদ
৭ই অক্টোবর ১৯৬৮
শেখ মুজিবকে প্যারোলে মুক্তি দানের আহ্বান
ফরিদপুর, ৫ই অক্টোবর।- ফরিদপুর জেলা আওয়ামী লীগের সেক্রেটারী এডভোকেট শামসুদ্দিন মোল্লা অদ্য সরকারের নিকট পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবর রহমানকে প্যারলে মুক্তি দানের জন্য আহ্বান জানান৷
সংবাদপত্রে প্রকাশার্থে এক বিবৃতিতে তিনি বলেন যে, শেখ মুজিবরের বৃদ্ধা মাতা আজ মৃত্যুশয্যায়। এই সময়ে মাতার মৃত্যু শয্যাপার্শ্বে তাঁহাকে উপস্থিত থাকিবার জন্য সরকার যেন তাহাকে প্যারলে মুক্তি দেন। তিনি মানবিক কারণে শেখ মুজিবকে প্যারলে মুক্তি দানের বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের নিকট আবেদন জানান। -পিপিআই
মোমেনশাহী
মোমেনশাহী, ৫ই অক্টোবর।- মোমেনশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবদুল মালেক শহীদুল্লা মানবিক কারণে আওয়ামী লীগ প্রধান জনাব শেখ মুজিবর রহমানকে অনতিবিলম্বে প্যারোলে মুক্তিদানের আবেদন জানাইয়াছেন।
বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ প্রধান জনাব শেখ মুজিবের রুগ্ন মাতার অবস্থার আরো অবনতি ঘটীয়াছে বলিয়া বিভিন্ন সুত্রে খবর পাওয়া যাইতেছে। তাঁহার অবস্থা বর্তমানে এক সংকটজনক পর্যায়ে আসিয়া পৌঁছিয়াছে। -সংবাদদাতা
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮