You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
২৮শে সেপ্টেম্বর ১৯৬৮
শেখ মুজিবের মাতার অবস্থার আরও অবনতি

ঢাকা, ২৭শে সেপ্টেম্বর (পিপিআই)।-আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের রুগ্ন মাতার অবস্থার অদ্য আরও অবনতি ঘটিয়াছে। তাঁহার অবস্থা বর্তমানে এক সঙ্কটজনক পর্যায়ে আসিয়া পৌঁছিয়াছে বলিয়া অদ্য রাত্রে এখানে এক খবর পাওয়া গিয়াছে।
খুলনা হইতে শেখ মজিবরের জনৈক আত্মীয় কর্তৃক ঢাকায় তাঁহার কন্যার নিকট লিখিত এক পত্রে প্রকাশ, চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেখ সাহেবের মাতার অবস্থা ক্রমশঃই অবনতির দিকে চলিয়াছে।
এই খবর পাওয়ার পর শেখ পরিবারের নিকটতম আত্মীয়গণ অদ্য গোপালগঞ্জের ৯ মাইল দূরে টুঙ্গীপাড়া যাত্রা করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮