You dont have javascript enabled! Please enable it!

আজাদ
২৩শে আগস্ট ১৯৬৮
মওলানা ছাহেবের এন্তেকালে শেখ মুজিবের শোকবার্তা

ঢাকা, ২২শে আগষ্ট।-পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান আজাদী সংগ্রামের বীর সেনানী, প্রবীণ সাংবাদিক ও প্রখ্যাত আলেম মওলানা মোহাম্মদ আকরম খাঁর এন্তেকালে শোক প্ৰকাশ করিয়াছেন। ঢাকা ক্যান্টনমেন্ট হইতে প্রেরিত এক তারবার্তায় আওয়ামী লীগ প্রধান বলিয়াছেন, ‘আমাদের মহান নেতা মওলানা মোহাম্মদ আকরম খাঁর এন্তেকালের সংবাদে গভীরভাবে মর্মাহত ও বেদনাৰ্ত্ত হইয়াছি। শেখ মুজিবর রহমান ও অপর ৩৪ জন রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান ও অন্যান্যদের মামলায় বর্তমানে বিচারাধীন রহিয়াছেন।
মরহুমের পুত্র জনাব কামরুল আনম খাঁর (আজাদের ম্যানেজিং ডিরেক্টর) নিকট প্রেরিত তারবার্তায় শেখ মুজিবর রহমান মরহুমের রুহের মাগফেরৎ কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের নিকট শোক প্রকাশ করিয়াছেন।
তারবার্তায় বলা হইয়াছে যে, আমাদের মহান নেতা মওলানা মোহাম্মদ আকরম খাঁর দুঃখজনক এন্তেকালে মৰ্ম্মাহত ও বেদনাৰ্ত্ত হইয়াছি।
দয়া করিয়া আমার আন্তরিক শোক গ্রহণ করুন। আল্লাহর নিকট মরহুমের রুহের মাগফেরাত কামনা করিতেছি। -পিপিআই

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!