দৈনিক পয়গাম
১১ই সেপ্টেম্বর ১৯৬৮
আওয়াজ এর ক্ষমা প্রার্থনা
(ষ্টাফ রিপোর্টার)
গতকল্য (মঙ্গলবার) আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারকারী বিশেষ ট্রাইব্যুনালের অধিবেশন শুরু হইলে ‘আওয়াজের’ ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকরের পক্ষ হইতে তাহাদের উপর জারিকৃত কারণ দর্শাইবার নোটিশের জবাব দান করা হয়।
মাননীয় বিশেষ আদালতের নিকট পেশকৃত এক আবেদনে তাঁহার শর্তহীন ক্ষমা প্রার্থনা করেন।
বিশেষ আদালতে উহা গ্রহণ করিয়া ‘আওয়াজ’ এর পরবর্তী সংখ্যায় উক্ত শর্তহীন ক্ষমা প্রার্থনা প্রকাশের নির্দেশ দান করেন।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি জনাব এস, এ, রহমান ‘আওয়াজ’ কর্তৃপক্ষকে সতর্ক করিয়া দিয়া বলেন যে, ভবিষ্যতে ট্রাইব্যুনালের বিবরণ প্রকাশে কোনরূপ ত্রুটি হইলে তাঁহাদের গুরুতর শাস্তি ভোগ করিতে হইবে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮