You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পাকিস্তান
১৬ই জুন ১৯৬৮
মুজিব মামলা: দর্শকদের প্রবেশপত্র সংগ্রহের আহ্বান

‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্যরা’ মামলার শুনানীর সময় বিচারকক্ষে প্রবেশের জন্য অনুমতিপত্র দেখাতে হবে। একথা জানিয়েছেন বিশেষ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জনাব এ এ মীর্জা।
গতকাল শনিবারে জনাব মীর্জা এক বিবৃতিতে জানান যে, বিশেষ ট্রাইব্যুনালের বিচারকক্ষে সীমিত স্থান থাকবে বিধায় প্রবেশপত্রের মাধ্যমে দর্শকসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা হয়েছে। তাই বিচারকক্ষে প্রবেশে ইচ্ছুক ব্যক্তিদের বেশ আগে থেকেই প্রবেশ-পত্র সংগ্রহের জন্য বিশেষ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের অফিসে আবেদন করতে হবে। আগামী ১৭ই জুন থেকে প্রত্যেক কার্য দিবসে সকাল ন’টা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টের সিগনাল মেসে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের অফিসে আবেদনপত্র গ্রহণ করা হবে।
উল্লেখযোগ্য যে, ইতিমধ্যে এক গেজেট নোটিশে জানানো হয় যে, আগামী ১৯শে জুন থেকে ঢাকা ক্যান্টনমেন্টের সিগনাল মেসে উপরোক্ত মামলার বিচার শুরু হচ্ছে।

সরকার কৌসুলী
সরকারপক্ষে যেসব এডভোকেট এই মামলা পরিচালনা করবেন গতরাতে তাদের নাম ঘোষণা করা হয়।
এরা হলেনঃ জনাব মঞ্জুর কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী; জনাব টি এইচ খান, এডভোকেট ঢাকা; গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আসলাম, এডভোকেট করাচী; জনাব এ আলিম, এডভোকেট, ঢাকা এবং জনাব খাকান বাবর, এডভোকেট, লাহোর।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!