১০ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ-দিনাজপুর
পাক বাহিনী ১০ মাইলে মুক্তিযোদ্ধাদের অবস্থানে বড় হামলা চালায়। সেখানে তারা ট্যাঙ্ক ও গোলন্দাজ ব্যাবহার করে। মুক্তিযোদ্ধাদের অস্রের এক বিশাল ভাণ্ডার ছিল এখানে তার উপর তাদের হামলায় দুটি ৬ পাউনডার নষ্ট হয়। আক্রমনে পর্যুদস্ত মুক্তিযোদ্ধাদের দল উত্তরে ভাতগাও চলে যায়। ভাতগাও এ মেজর টি হোসেন সহ একজন ভারতীয় লেঃ কর্নেল বেনারজি বাহিনী দেখাশুনা করছিলেন। বিহারের মুখ্যমন্ত্রী কর্পূর ঠাকুর এ এলাকায় সকল প্রকার সাহায্য দিয়ে আসছিলেন কিন্তু অস্র দেরীতে আসায় এ এলাকা ধরে রাখা সম্ভব হয়নি। পাক বাহিনী ভাতগাও আক্রমন চালালে মুক্তিযোদ্ধারা দেবীগঞ্জ অবস্থান নেয়। সেখানে আগের দল গুলোর সাথে একত্রে অবস্থান নেয়। দক্ষিনের দল খোলাহাটিতে ক্যাপ্টেন আনোয়ারের সাথে মিলিত হয়। পার্বতীপুর থেকে খবর আসে সেখানকার বিহারীরা বাঙ্গালীদের উপর খুব নির্যাতন করছে সেখানে মুক্তিযোদ্ধাদের একটি দল হামলা চালালে তারা সৈয়দপুরে চলে যায়। এর মধ্যেই জনতা আর মুক্তিযোদ্ধাদের হাতে ৪০০-৫০০ বিহারী নিহত হয়। পার্বতীপুর মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রনে আসে কিন্তু পরদিন আবার হাতছাড়া হয়।