You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পাকিস্তান
৭ই জুন ১৯৬৮
আগরতলা ষড়যন্ত্র মামলা: ১৯শে জুন বিচার শুরু

রাওয়ালপিন্ডি, ৬ই জুন (এপিপি)। আগামী ১৯শে জুন ঢাকা ক্যান্টনমেন্টে আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানী শুরু হবে বলে আজ এখানে প্রকাশিত এক অতিরিক্ত গেজেট নোটিশে বলা হয়েছে।
স্পেশাল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের এই ঘোষণায় বলা হয় যে, সিগনালস মেস নামক স্থানে বিচার অনুষ্ঠিত হবে। শুনানী চলবে সকাল ন’টা থেকে দুপুর একটা পর্যন্ত।
বিচারপতি এস এ রহমানের নেতৃত্বে গঠিত তিন সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনালে ষড়যন্ত্র ও সামরিক কর্মচারীদের প্ররোচিত করার অভিযোগে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান ও তিনজন সিএসপি অফিসারসহ তিরিশ ব্যক্তির বিচার হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর থেকে জানুয়ারী মাসের প্রথমদিকে ঘোষণা করা হয় যে, দু’জন সিএসপি অফিসারসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের ডিসেম্বর পূর্ব পাকিস্তানে উদ্ঘাটিত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারেই তাদের গ্রেফতার করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!