You dont have javascript enabled! Please enable it! 1968.05.31 | ঈশানহাটের ময়দানে আঃ লীগের জনসভা: ৬-দফার বাস্তবায়ন ও জরুরী আইন প্রত্যাহার দাবী | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
৩১শে মে ১৯৬৮
ঈশানহাটের ময়দানে আঃ লীগের জনসভা
৬-দফার বাস্তবায়ন ও জরুরী আইন প্রত্যাহার দাবী

হালীশহর (চট্টগ্রাম), ২৯শে মে (সংবাদদাতা)।- সম্প্রতি ডবলমুরিং থানার ঈশানহাটের ময়দানের স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় অভূতপূর্ব জনসমাগম হয়।
কর্ণফুলি নদী তীরে অনুষ্ঠিত স্মরণাতীতকালের এই বৃহত্তম জনসভায় বক্তৃতা করেন, প্রাদেশিক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা মিসেস আমেনা বেগম। জেলা সম্পাদক জনাব এম, এ, আজিজ, সাংগঠনিক সম্পাদক জনাব এম, এ, হান্নান, সহ-সভাপতি জনাব আবদুল ওহাব, প্রচার সম্পাদক জনাব আবু সালেহ, শ্রম সম্পাদক জনাব কফিল উদ্দিন বি, কম, শহর আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন প্রধান এবং অধুনালুপ্ত সাপ্তাহিক ‘নূতন দিন’ পত্রিকার সম্পাদক জনাব জুলফিকার আলী। সভায় সভাপতিত্ব করেন, হালী শহর আওয়ামী লীগের সভাপতি জনাব বাদশা মিঞা সওদাগর।
বিপুল করতালির মধ্যে বক্তৃতা দিতে উঠিয়া আমেনা বেগম ঘোষণা করেন যে, ৬-দফার বাস্তবায়নের মধ্যেই জাতীয় সংহতি নিহিত। একমাত্র ৬ দফাই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভুল বুঝাবুঝির নিরসন করিতে পারে। ৬-দফার বাস্তবায়নের জন্য তিনি সর্বস্তরের জনসাধারণকে দেশব্যাপী আন্দোলন গড়িয়া তোলার আহ্বান জানান। জনাব এম, এ, আজিজ তাঁহার নাতিদীর্ঘ বক্তৃতায় বলেন যে, ৬-দফার বাস্তবায়ন কেবল শক্তিশালী আওয়ামী লীগের দ্বারাই সম্ভব। চট্টগ্রাম আওয়ামী লীগ কর্তৃক গঠিত ‘শেখ মুজিব ফাণ্ডে’ অকাতরে সাহায্য করার জন্য দেশবাসীর নিকট আকুল আবেদন জানান। শেখ মুজিবের প্রকাশ্য আদালতে দেশের প্রচলিত আইনে বিচার, ষড়যন্ত্র মামলাসংশ্লিষ্ট নবম ধারা বাতিল, তাজুদ্দিন, খোন্দকার মোশতাক, ওয়ায়দুর রহমান, ফজলুল হক মনি, মতিয়া চৌধুরী, পূর্ণেন্দু দস্তিদার, আবদুল মন্নান, নূরুল ইসলামসহ সকল রাজবন্দীর আশুমুক্তি, জরুরী আইন প্রত্যাহার, ৬- দফার বাস্তবায়ন, শ্রমিক কালাকানুন বাতিল, শ্রমিকদের ন্যায্য দাবী পূরণ, কৃষকদের খাজনার সুদ মওকুফ ও সার্টিফিকেট প্রত্যাহার, ডবলমুরিং থানার বাকী অংশে পূর্ণ রেশনিং প্রবর্তন, হালিশহর এলাকা হইতে পৌরসভা কর্তৃক ময়লার ডিপো সরাইয়া নেওয়ার দাবী জানাইয়া প্রস্তাব গৃহীত হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮