You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
২৮শে মে ১৯৬৮
পাঁচালাইশ থানা আওয়ামী লীগের সভা
(‘সংবাদ’-এর চট্টগ্রামস্থ প্রতিনিধি)

২৫শে মে। গতকল্য বিকালে পাঁচালাইশ থানার বহদ্দারহাটে আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। থানা আওয়ামী লীগের সভাপতি জনাব সালেহ আহমদ খান এই সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তৃতা প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম, এ, আজিজ ৬ দফার যৌক্তিকতা বিশ্লেষণ করিয়া সর্বস্তরের জনগণের প্রতি উহা বাস্তবায়নে আওয়ামী লীগের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।
সভায় শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব আশরাফ খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এম, এ, হান্নান, সদর উত্তর মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রফিকউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদিকা মিসেস আমেনা বেগম সভায় উপস্থিত থাকিলেও বক্তৃতা করেন নাই।
সভায় রাজবন্দীর মুক্তি দাবী, শেখ মজিবের নেতৃত্বে পূর্ণ আস্থা জ্ঞাপন করিয়া কতিপয় প্রস্তাব গৃহীত হয়।
এক প্রস্তাবে জনবহুল বহদ্দারহাটে একটি ডাকঘর প্রতিষ্ঠারও দাবী জানান হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!