You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
১২ই জুন ১৯৬৮
নরসিংদীতে বিরাট জনসভা: জরুরী অবস্থা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তি দাবী

নরসিংদী, ১০ই জুন (সংবাদদাতা)।– ৭ই জুনের শহীদ স্মৃতি উদযাপনের জন্য ও ৬-দফা দাবীর সমর্থনে নরসিংদী শহর আওয়ামী লীগ ও ন্যাপের যুক্ত উদ্যোগে গত ৯ই জুন নরসিংদী চৌ-রাস্তায় এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মতিউর রহমান সভাপতিত্ব করেন। উক্ত সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা জনাব এনাজুর রহমান চৌধুরী বর্তমান অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার তীব্র নিন্দা, খাজনা আদায়, রাজস্ব কর্মচারীদের জুলুম ও অবিলম্বে দেশ হইতে জরুরী অবস্থা প্রত্যাহারের দাবী জানাইয়া বক্তৃতা করেন। সভায় রাজবন্দীদের মুক্তি দান ও গণতান্ত্রিক পরিবেশ ফিরাইয়া আনার দাবী জানাইয়া বক্তৃতা করেন স্থানীয় ছাত্রনেতা মেসার্স শহীদুল্লা বাহার, মুজিবর রহমান, আবুল হোসেন ও কৃষক সমিতির ঢাকা জেলার সহ-সম্পাদক মোঃ বাবর আলী। সভায় শেখ মুজিবের স্বাস্থ্যের কুশল কামনা করিয়া মোনাজাত করা হয়। সভায় প্রদেশের বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারী ও কৃষকদের বর্তমান অর্থনৈতিক দুর্যোগে বডিওয়ারেন্ট, সার্টিফিকেট ইস্যু প্রভৃতির নিন্দা করিয়া প্রস্তাব গ্রহণ করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!