আজাদ
৯ই জুন ১৯৬৮
মোমেনশাহী জেলাবাসীর প্রতি মুজিব ফাণ্ডে মুক্তহস্তে অর্থ দানের আহ্বান
(সংবাদদাতা প্রেরিত)
মোমেনশাহী, ৫ই জুন।- মোমেনশাহী জেলা আওয়ামী লীগ কার্যকরী সংসদের অনুষ্ঠিত জরুরী সভায় ‘মুজিব ফাণ্ডে মুক্ত হস্তে অর্থদান করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান হয়।
এতদুপলক্ষে জনাব রফিকউদ্দিন ভূঁইয়াকে আহবায়ক করিয়া জনাব সৈয়দ নজরুল ইসলাম, জনাব আবদুল মান্নান, জনাব আনিসুর রহমান খান, জনাব মফিজউদ্দিন আহমদ, জনাব ফজলুর রহমান খান, জনাব আবদুল হাকিম, জনাব আনোয়ারুল কাদির ও জনাব মোস্তাফিজুর রহমান খানকে সদস্য করিয়া একটি সাব কমিটি গঠন করা হয়।
জেলায় পূর্ণাঙ্গ রেশনিং দাবী
মোমেনশাহী জেলা আওয়ামী লীগ সম্পাদক জনাব রফিক উদ্দিন ভূইয়ার বাসভবনে সম্প্রতি অনুষ্ঠিত সভায় জেলাব্যাপী তীব্র খাদ্য সঙ্কটের মোকাবিলার জন্য অনতিবিলম্বে সারা জেলায় পূর্ণাঙ্গ রেশনিং প্রথা প্রবর্তন এবং রেশনের চাউল ও আটার মূল্য যথাক্রমে ২০ টাকা ও ১০ টাকা ধার্য্যের জোর দাবী জানানো হয়৷
অপর এক প্রস্তাবে খাজনা আদায়ের নামে গ্রামাঞ্চলে যে সরকারী তাণ্ডব চলিতেছে, উহার তীব্র নিন্দা করিয়া অবিলম্বে বডি ওয়ারেন্ট, ক্রোকী পরোয়ানা ও সার্টিফিকেট প্রথা রহিতের জোর দাবী জানান হয়৷
অপর এক প্রস্তাবে অনতিবিলম্বে জগন্নাথ কলেজ খোলার জোর দাবী জানান হয়।
সভার একটি প্রস্তাবে সকল রাজবন্দীর আশু ও বিনাশর্তে মুক্তির জোর দাবী জানানো হয়।
সভায় গৃহীত অপর একটি প্রস্তাবে ৭ই জুনের প্রাক্কালে ঢাকাসহ প্রদেশের অন্যান্য স্থানে ১৪৪ ধারা জারীর তীব্র নিন্দা করা হয় এবং অবিলম্বে ১৪৪ ধারা প্রত্যাহারের জোর দাবী জানানো হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮