You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
২৫শে এপ্রিল ১৯৬৮
বাগেরহাটে আওয়ামী লীগ সভায়
জরুরী অবস্থা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তিদাবী

বাগেরহাট, ২৩শে এপ্রিল (সংবাদদাতা)।- প্রাদেশিক আওয়ামী লীগের অস্থায়ী সাধারণ সম্পাদিকা মিসেস আমেনা বেগম গত ১৯শে এপ্রিল এখানে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় বক্তৃতা প্রসঙ্গে দেশের বর্তমান শোচনীয় রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করেন। ছয়দফা ও সমাজতন্ত্র কায়েমের জন্য তিনি জনসাধারণকে এক জোট হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন যে, গত ২০ বৎসর যে বৈষম্য সৃষ্টি হইয়াছে, ছয়দফা উহার একমাত্র সমাধান৷
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল আজিজ বলেন যে, সমাজতন্ত্র বর্তমান চরম অর্থনৈতিক অব্যবস্থার একমাত্র সমাধান। জনাব সালাহউদ্দীন ইউসুফ এডভোকেট ও জনাব আবদুর রহমান এডভোকেট বক্তৃতা করেন। সভায় গৃহীত এক প্রস্তাবে শেখ মুজিবর রহমানের প্রকাশ্য বিচার অনুষ্ঠান ও তাঁহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগদানের দাবী জানানো হয়। অপর এক প্রস্তাবে জনাব তাজউদ্দিন আহমদ, খোন্দকার মোশতাক আহমদসহ সকল রাজবন্দীর মুক্তি দাবী করা হয়। জরুরী অবস্থা প্রত্যাহার, ইত্তেফাকের ছাপাখানা বাজেয়াফত করার আদেশ বাতিলের দাবীতে এক প্রস্তাব গৃহীত হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!