সংবাদ
১৯শে মে ১৯৬৮
চট্টগ্রাম সদর (উঃ) মহঃ আঃ লীগ কার্যকরী কমিটির সভা
প্রচলিত আইনে শেখ মুজিবের প্রকাশ্য বিচার দাবী
(‘সংবাদ’-এর চট্টগ্রামস্থ প্রতিনিধি)
১৭ই মে।— গত মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় স্থানীয় জেলা আওয়ামী লীগ অফিসে চট্টগ্রাম সদর উত্তর মহকুমা আওয়ামী লীগ কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
মহকুমা আওয়ামী লীগ সভাপতি জনাব আবদুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত এক প্রস্তাবে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করা হয় ও তাঁহার বিরুদ্ধে আনীত ষড়যন্ত্র মামলার প্রচলিত ফৌজদারী আইনে প্রকাশ্য বিচার দাবী করা হয়।
অপর এক প্রস্তাবে উক্ত মামলার ব্যয়ভার বহনের জন্য প্রত্যেক থানা আওয়ামী লীগ কমিটিকে শেখ মুজিব ফাণ্ড কমিটি গঠনের অনুরোধ করা হয়।
ইহা ছাড়া গত ৯ই মে ঢাকায় পুলিসের গুলীতে নিহত পরীক্ষার্থী নিয়াজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করিয়া এবং এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করিয়া ও আওয়ামী লীগ নেতা তাজুদ্দিন আহমদ, খোন্দকার মোশতাক আহমদসহ সকল রাজবন্দীর মুক্তি, খাজনা-ট্যাক্স হ্রাস এবং নিরাপত্তা আইন ও জরুরী আইন প্রত্যাহার করার দাবী জানাইয়া কতিপয় প্রস্তাব গৃহীত হয়।
মোহনগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি জনাব আবদুল মজিদের অকাল মৃত্যুতে একটি শোক প্রস্তাবও গৃহীত হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮