You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
২১শে মে ১৯৬৮
করাচী ন্যাপের সভা: মনি সিং শেখ মুজিবসহ সকল রাজবন্দীর মুক্তি দাবী

করাচী, ১৯শে মে (এপিপি)।- আজ এখানে করাচী ন্যাশনাল আওয়ামী পার্টির কর্মকর্তা ও কর্মীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত এক প্রস্তাবে শ্রী মনি সিং, শেখ মুজিবর রহমান, সিন্ধু ন্যাপের সাধারণ সম্পাদক জনাব গাউস বখস বেজেঞ্জো, জনাব গুল খান নফীস, জনাব আকবার বুগতী, জনাব শোরেশ কাশ্মীরীসহ দেশের সকল রাজনৈতিক বন্দীর মুক্তি দাবী করা হয়।
অপর এক প্রস্তাবে ডাঃ এজাজ নাজীর ও জনাব জি, এম, সৈয়দের উপর আরোপিত বিধিনিষেধসমূহ প্রত্যাহার করার জন্য সরকারের নিকট জোর তাগিদ প্রদান করেন।
ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হক ওসমানী উক্ত সভায় সভাপতিত্ব করেন। জনাব আজিজুল্লাহ ও জনাব আলতাফ আজাদ উক্ত সভায় বক্তৃতা প্রদান করেন।
সভায় গৃহীত অপর এক প্রস্তাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রস্তাবটিতে পেট্রোল ও ডিজেলের মূল্য এবং বাসের ট্যাক্স হ্রাস করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান হয়। বাসের খুচরা অংশ সস্তাদরে সরবরাহ করার জন্য প্রস্তাবটিতে দাবী জানান হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!