সংবাদ
২২শে মে ১৯৬৮
৭ই জুন পালনের জন্য ছাত্রলীগের আহ্বান
ঢাকা, ২১শে মে (পিপিআই)। গতকল্য সমাপ্ত পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের ৩ দিনব্যাপী বর্ধিত সভায় ৭ই জুন পালনের জন্য সংগঠনের সকল শাখার প্রতি আহ্বান জানান হয়। এই মর্মে গৃহীত এক প্রস্তাবে সভা, শোভাযাত্রা অনুষ্ঠান ও প্রচারপত্র বিলির মাধ্যমে এই দিবসটি পালন করিতে বলা হয়।
সভায় গৃহীত অন্যান্য প্রস্তাবে জরুরী আইন প্রত্যাহার, ৬-দফার বাস্তবায়ন, সকল রাজবন্দীর মুক্তি, জগন্নাথ কলেজ খোলা, ‘ইত্তেফাক’-এর উপর হইতে বাজেয়াপ্তি আদেশ প্রত্যাহার, তৃতীয় বিভাগে পাস করা ছাত্রদের উচ্চশিক্ষার সুযোগদান ও ব্যাঙ্ক বীমাসহ সকল বৃহৎ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণের দাবী জানান হয়৷
অপর এক প্রস্তাবে শেখ মুজিবরের আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে তহবিল সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮