সংবাদ
১৩ই এপ্রিল ১৯৬৮
রংপুর আওয়ামী লীগ কাউন্সিল সভায় অবিলম্বে জরুরী অবস্থা প্রত্যাহারের দাবী
রংপুর, ১১ই এপ্রিল (সংবাদদাতা)।- গত ৭ই এপ্রিল এখানে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশনে অবিলম্বে জরুরী অবস্থা প্রত্যাহার, সার্বজনীন ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, শেখ মুজিবর রহমানের অবস্থান সম্পর্কে প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ, রাজবন্দীদের মুক্তির দাবী জানানো হয়।
স্থানীয় আর্টস কাউন্সিল হলে অনুষ্ঠিত এই কাউন্সিল সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আবদুল হামিদ সভাপতিত্ব করেন।
প্রাদেশিক আওয়ামী লীগের অস্থায়ী সভাপতি জনাব নজরুল ইসলাম, জনাব রফিকউদ্দিন ভুইয়া, আবুল কালাম প্রমুখ বক্তৃতা প্রসঙ্গে ছয়দফা জনপ্রিয় করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় সর্বসম্মতিক্রমে মেসার্স লুৎফর রহমান, নূরুল হক এডভোকেট ও মোঃ আউয়াল যথাক্রমে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮