You dont have javascript enabled! Please enable it! 1968.04.16 | আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির দাবী | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১৬ই এপ্রিল ১৯৬৮
আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির দাবী

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পুনরায় পার্টি প্রধান শেখ মুজিবুর রহমান ও ৬- দফার প্রতি পুনঃ আস্থা প্রকাশ করিয়া ৬-দফা আদায়ের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে। গত রবিবার সমাপ্ত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির দুইদিনব্যাপী সভায় উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রথম ও দ্বিতীয় দিনের সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে জনাব কামরুজ্জামান ও সৈয়দ নজরুল ইসলাম।
সভায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ-সুবিধাসহ প্রকাশ আদালতে শেখ মুজিবের বিচার করার জন্য সরকারের প্রতি দাবী জানানো হয়। ইহাছাড়া সভায় জনাব তাজউদ্দিন, জনাব আবদুল মোমেন ও জনাব ওয়ায়েদুর রহমানসহ সকল রাজবন্দীর মুক্তি এবং প্রদেশের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ কলেজ অবিলম্বে খুলিয়া দেওয়ার দাবী জানাইয়া প্রস্তাব গ্রহণ করা হয়। ইহাছাড়া সভায় মিসেস আমেনা বেগমকে আহ্বায়ক করিয়া ৫ সদস্যবিশিষ্ট একটি নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। সভায় গৃহীত অপর এক প্রস্তাবে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সাহায্য প্রদানের আহ্বান জানানো হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮