১০ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ – যশোর
সুবেদার আহমেদুল্লাহর একটি দল ঝিনাইদহ যশোর রোডের উপর ক্যান্টনমেন্ট থেকে ৫ মাইল উত্তরে ছোট হজরতপুর ব্রিজ ধ্বংস করে ফলে পাকবাহিনীর তৎপরতা কিছুদিন বন্ধ থাকে। পাকবাহিনীর গতিবিধি নজরে রাখার জন্য লেঃ হাফিজের বাহিনীর হাবিলদার আব্দুল হাই এর ১০ জনের একটি দল ক্যান্টনমেন্ট সংলগ্ন ফরিদপুর গ্রামে যান। লেঃ হাফিজের বাহিনীর নিরাপত্তার জন্য যশোর চৌগাছা রাস্তার উপর সলুয়া গ্রামে বেঙ্গল ও ইপিআর সমন্বয়ে যৌথ বাহিনীর একটি দল অবস্থান নেয়। লেঃ হাফিজের বাহিনীর সাথে যুদ্ধ করা ১৮ বিএসএফ এর কয়েকজন সদস্য পাক বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে।