You dont have javascript enabled! Please enable it! 1968.03.29 | কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভা: ৬-দফা সমর্থন ও স্বায়ত্তশাসন দাবী | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
২৯শে মার্চ ১৯৬৮
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভা: ৬-দফা সমর্থন ও স্বায়ত্তশাসন দাবী

কুষ্টিয়া, ২৮শে মার্চ (নিজস্ব সংবাদদাতা)।- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আখতার হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে কুষ্টিয়া বার লাইব্রেরী হলে জেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটির এক বৈঠকে ছয় দফার পূর্ণ সমর্থন জ্ঞাপনপূর্বক পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন কায়েমের দাবী জানানো হয়।
উক্ত বৈঠকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যাবলী সুষ্ঠুভাবে আগাইয়া লওয়ার জন্য এডভোকেট আজিজুর রহমান (আক্কাছকে আহ্বায়ক) নির্বাচিত করিয়া নয় সদস্যবিশিষ্ট একটি অর্গানাইজিং সাব কমিটি গঠন করা হয়। সভায় এক প্রস্তাবে প্রাদেশিক আওয়ামী লীগ সভাপতি জনাব শেখ মুজিবকে বর্তমানে কোথায়, কি অবস্থায় রাখা হইয়াছে সে সম্পর্কে দেশবাসীর নিকট একটি সঠিক তথ্যদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাইয়া তাহাকে প্রকাশ্য বিচার ও তাঁহার আত্মপক্ষ সমর্থনের সুযোগদানের দাবী করা হয়। কারাগারে বন্দী সকল রাজবন্দীর আশু মুক্তি দান করিয়া প্রদেশ হইতে ১৪৪ ধারা ও জরুরী অবস্থা প্রত্যাহার এবং সংবাদপত্রের স্বাধীনতার দাবীও জানানো হয়। পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন কায়েমের মাধ্যমেই পাকিস্তানের দুই প্রদেশের মধ্যে সংহতি জোরদার করা সম্ভব বলিয়া এই সভায় দাবী করা হয়। সভায় পার্লামেন্টারী গণতন্ত্র ও স্বায়ত্তশাসনের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়িয়া তোলার পক্ষেও মত প্রকাশ করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮