You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
২৯শে মার্চ ১৯৬৮
ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরী সভায় প্রস্তাবাবলী
(নিজস্ব বার্তা পরিবেশক)

গতকাল বৃহস্পতিবার ঢাকায় জনাব আবদুল রউফের সভাপতিত্বে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের প্রথম জরুরী সভা হয়। সভায় সাংগঠনিক বিষয়ে আলোচনার পূর্বে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। জগন্নাথ হলের বিশিষ্ট ছাত্রলীগ কর্মী শ্রী সুধীর কর্মকারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ছাড়াও প্রস্তাবে তাঁহার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়। সভায় গৃহীত আরও কতিপয় প্রস্তাবে ছিল: ৬- দফা বাস্তবায়ন, আবদুল রাজ্জাক, আল মুজাহিদী, নূরে আলম, ওবায়দুর রহমান, শেখ ফজলুল হক মনী, তাজউদ্দীন, খন্দকার মুশতাক আহমদসহ সকল রাজবন্দীর মুক্তি দাবী, শেখ মুজিবের বর্তমান অবস্থা ও স্বাস্থ্য সম্পর্কে সরকারী প্রেসনোট জারী, দৈনিক ইত্তেফাকের ছাপাখানার উপর বিধিনিষেধ প্রত্যাহার ও ইত্তেফাক পুনঃচালু, জরুরী অবস্থা প্রত্যাহার। অবিলম্বে জগন্নাথ কলেজ খোলার দাবীসহ আরও বহুসংখ্যক প্রস্তাব গৃহীত হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!