You dont have javascript enabled! Please enable it! 1968.03.15 | শেখ মুজিব ও ৬-দফার প্রতি সমর্থন | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১৫ই মার্চ ১৯৬৮
শেখ মুজিব ও ৬-দফার প্রতি সমর্থন
(নিজস্ব বার্তা পরিবেশক)

ঢাকা সিটি আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও ৬-দফার প্রতি দৃঢ় সমর্থন জ্ঞাপন করিয়াছে। গতকাল বৃহস্পতিবার জনাব হাফেজ মোহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সিটি লীগ ওয়ার্কিং কমিটির জরুরী সভায় উপরোক্ত সমর্থনসূচক প্ৰস্তাব গ্রহণ করা হয়। সভায় শেখ মুজিবের অবস্থান ও স্বাস্থ্য সম্পর্কিত খবর প্রেসনোটের আকারে সর্বসাধারণ্যে প্রকাশ করার এবং প্রকাশ্য আদালতে অবিলম্বে তাঁহার বিচার করার আহ্বান জানানো হয়।
সভায় শেখ মুজিবের ৪৮তম জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গৃহীত অন্যান্য প্রস্তাবে আওয়ামী লীগ নেতা জনাব এম এ রবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। ইহাছাড়া যে সকল ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন এখনো শেষ হয় নাই, ২০শে মার্চের মধ্যে তাহা শেষ করার আহ্বান জানানো হয়৷

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮