সংবাদ
৪ঠা মার্চ ১৯৬৮
পটিয়া থানা আওয়ামী লীগ সভায়
শেখ মুজিবের স্বাস্থ্য সম্পর্কে প্রেসনোট প্রকাশের দাবী
পটিয়া (চট্টগ্রাম), ১লা মার্চ (সংবাদদাতা)।- অদ্য সন্ধ্যা সাড়ে ৬টায় পটিয়া থানা আওয়ামী লীগ কার্যকরী সংসদের এক বর্ধিত সভা এডভোকেট বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ৬ দফার প্রণেতা ও আওয়ামী লীগ প্রধান জনাব শেখ মুজিবর রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা জ্ঞাপন করা হয় এবং তাঁহার বর্তমান অবস্থান ও স্বাস্থ্য সম্পর্কে সরকারী প্রেসনোট প্রকাশ তৎসহ দেশের প্রচলিত স্বাভাবিক আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগদানের দাবী জানানো হয়।
সভায় বিনাবিচারে আটক জনাব তাজউদ্দীন, জনাব খোন্দকার মোস্তাক, জনাব আবদুল মোমেন, জনাব আবদুল মান্নান, জনাব ওবায়দুর রহমান, হাজী দানেশ ও সৈয়দ আলতাফ হোসেনসহ সকল রাজবন্দীর বিনাশর্তে আশু মুক্তি দাবী করা হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮