আজাদ
৫ই মার্চ ১৯৬৮
আওয়ামী লীগের উভয় গ্রুপের একত্রীকরণের সম্ভাবনা
ঢাকা, ৪ঠা মার্চ।– পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির দুইদিনব্যাপী বৈঠক গত রাত্রিতে এখানে সমাপ্ত হয়। বৈঠকে সভাপতিত্ত্ব করেন অস্থায়ী সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। সভায় পূর্ব্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের বর্তমান স্বাস্থ্য ও অবস্থান জানানোর জন্য সরকারের নিকট আহ্বান জানানো হয়। ইহা ব্যতীত দেশের প্রচলিত আইনে আত্মপক্ষ সমর্থনের সুযোগসহ তাহার প্রকাশ্য বিচার অনুষ্ঠানের দাবীও জানানো হয়। আওয়ামী লীগ সূত্রে জানা যায় যে, ওয়ার্কিং কমিটির বৈঠকে পিডিএমপন্থী আওয়ামী লীগ গ্রুপের সহিত পুনর্মিলনের প্রশ্নটী সম্পর্কে আলোচনা করা হয় এবং এই ব্যাপারে আলোচনা চালাইবার জন্য অস্থায়ী সভাপতি সৈয়দ নজরুল ইসলামকে ক্ষমতা দেওয়া হয়। বৰ্ত্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সম্মিলিত কৰ্ম্মসূচী গ্রহণের যেরূপ জরুরী প্রয়োজনীয়তা দেখা দিয়াছে তাহা ইতিপূৰ্ব্বে কখনো পরিলক্ষিত হয় নাই। ইহার পরিপ্রেক্ষিতে পিডিএমপন্থীদের অতীত কার্যাবলীর কথা না ভাবিয়া তাহাদিগকে আওয়ামী লীগে গ্রহণ করার জন্য ওয়ার্কিং কমিটিতে মত প্রকাশ করা হয়। সভায় আগামী মে মাসের প্রথম সপ্তাহে সম্ভবতঃ ৪ঠা ও ৫ই মে রংপুরে পূর্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গৃহীত অন্যান্য প্রস্তাবে দেশ হইতে জরুরী অবস্থা প্রত্যাহার, সকল রাজবন্দীর মুক্তি ও ইত্তেফাক প্রেস বাজেয়াপ্ত প্রত্যাহারের দাবী জানানো হয়। — পিপিআই
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮