আজাদ
৬ই মার্চ ১৯৬৮
করাচী প্রাদেশিক আওয়ামী লীগ এডহক কমিটির বৈঠক অনুষ্ঠিত
করাচী, ৪ঠা মার্চ।— গত শনিবার জনাব আবু আসিমের সভাপতিত্বে করাচী প্রাদেশিক আওয়ামী লীগের এডহক কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় শেখ মুজিবর রহমানসহ গ্রেফতারকৃত অন্যান্য ব্যক্তিদের দেশের প্রচলিত আইনে প্রকাশ্য আদালতে বিচার অনুষ্ঠানের দাবী জানানো হয়। ইহা ব্যতীত শেখ মুজিবর রহমানের বর্ত্তমান স্বাস্থ্য ও অবস্থান সম্পর্কে প্রেসনোট প্রকাশের দাবী জানান হয়।
সভায় গৃহীত অন্যান্য প্রস্তাবে ভিয়েনাম পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয় এবং ভিয়েতনাম হইতে সকল বিদেশী সৈন্য প্রত্যাহার ও ভিয়েতনামীদের আত্মনিয়ন্ত্রাধিকার প্রদানের জন্য অভিমত প্রকাশ করা হয়। করাচী প্রাদেশিক আওয়ামী লীগের এডহক কমিটির সভায় দেশের বর্ত্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্য্যালোচনা করা হয়। সভায় জনাব তাজউদ্দিন, খোন্দকার মুশতাক, ওবায়দুর রহমান, আবদুল মোমেন, আবদুর রাজ্জাক, হাজী দানেশ, আলতাফ আহমদ, লাহোরের মীর্জ্জা ইব্রাহীম, হায়দার বক্স ও সিন্ধুর গোলাম মোহাম্মদ লেঘারী, করাচীর ছাত্রনেতা শাহানশাহ হোসেন ও বিশিষ্ট রাজনৈতিক নেতা জি, এম সৈয়দসহ সকল রাজবন্দীর মুক্তি দাবী করা হয়।
সভায় ছয়দফার ভিত্তিতে দেশে দুই অংশের মধ্যকার বৈষম্য দূর হইতে পারে বলিয়া দৃঢ় মত প্রকাশ করা হয়। —সংবাদদাতা
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮