আজাদ
১৩ই মার্চ ১৯৬৮
মোমেনশাহীতে আওয়ামী লীগের নির্ব্বাচনী কাউন্সিল অধিবেশন
মোমেনশাহী, ১২ই মার্চ। — সম্প্রতি মোমেনশাহী সদর দক্ষিণ মহকুমা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক নির্বাচনী কাউন্সিল অধিবেশনে ৬-দফার আন্দোলন অব্যাহত রাখার সংকল্প ঘোষণা করা হয়।
এক প্রস্তাবে শেখ মুজিবর রহমানের অবস্থান ও স্বাস্থ্য সম্পর্কে অনতিবিলম্বে প্রেসনোট প্রকাশের এবং দেশের নিয়মিত আদালতে প্রচলিত আইনে আত্মপক্ষ সমর্থনের সুযোগসহ তাহার প্রকাশ্য বিচার অনুষ্ঠানের জোর দাবী জানান হয়। কাউন্সিল সম্মেলনে সভাপতিত্ব করেন মোমেনশাহী জেলা আওয়ামী লীগ সম্পাদক জনাব রফিকউদ্দিন ভূইয়া।
সম্মেলনে জনাব মফিউদ্দিন আহমদকে সভাপতি ও জনাব ইমান আলী এডভোকেটকে সম্পাদক নির্ব্বাচিত করিয়া মোমেনশাহী সদর দক্ষিণ মহকুমা আওয়ামী লীগের একটা কার্য্যকরী সংসদ গঠন করা হয়। —সংবাদদাতা
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮