আজাদ
১৯শে ফেব্রুয়ারি ১৯৬৮
নরসিংদী শহর আওয়ামী লীগের সভায়
শেখ মুজিব সম্পর্কে প্রেসনোট প্রকাশের দাবী
নরসিংদী, ১৭ই ফেব্রুয়ারী।- সম্প্রতি নরসিংদী শহর আওয়ামী লীগের এক সভা পি,ডি,এম,পন্থী ও ৬-দফাপন্থী আওয়ামী লীগের উভয় গ্রুপকে দেশের স্বার্থে একত্রিত হবার আহ্বান জানান। সভায় জরুরী আইন প্রত্যাহার ও সকল রাজবন্দীর আশু মুক্তি দাবী করা হয়।
পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবরের বিচার প্রকাশ্য আদালতে দেশের প্রচলিত স্বাভাবিক আইন অনুযায়ী দাবী জানান হয় এবং শেখ মুজিবের স্বাস্থ্যের অবস্থা ও তাঁহার অবস্থান সম্পর্কে অবিলম্বে সরকারী প্রেসনোট প্রকাশের জন্য সরকারের নিকট দাবী জানান হয়।
সভায় রাশিয়া কর্তৃক ভারতকে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র দ্বারা সাহায্য করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য দিন দিন উর্দ্ধগতিতে বর্দ্ধিত হওয়ার জন্যও উদ্বেগ প্রকাশ করা হয়। তৃতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্রদের কলেজে ভর্তি হইতে না দেওয়ার প্রস্তাবে সভায় কথা তীব্র প্রতিবাদ প্রকাশ করা হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮