You dont have javascript enabled! Please enable it! 1968.02.24 | বগুড়া জেলা আওয়ামী লীগ সম্মেলনে  আঞ্চলিক স্বায়ত্তশাসন কায়েমের দাবী | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
২৪শে ফেব্রুয়ারি ১৯৬৮
বগুড়া জেলা আওয়ামী লীগ সম্মেলনে
 আঞ্চলিক স্বায়ত্তশাসন কায়েমের দাবী

বগুড়া, ২২শে ফেব্রুয়ারী সংবাদদাতা।- সম্প্রতি স্থানীয় জিন্নাহ হলে জেলা আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব দেওয়ান মহিউদ্দিন প্রাক্তন এমপিএ, জেলা আওয়ামী লীগ সেক্রেটারী জনাব এ, কে, মুজিবর রহমানের বাৎসরিক রিপোর্ট পেশের পর দেওয়ান মহিউদ্দিন, এ, কে, মুজিবর রহমান ও মুজিবর রহমান মোল্লাকে সমাবেশে সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত করিয়া জেলা আওয়ামী লীগ কমিটি গঠিত হয়। ইহা ছাড়া আরও বত্রিশ জনকে প্রাদেশিক কমিটির সদস্য নির্বাচিত করা হয়। অতঃপর মেসার্স সৈয়দ আবু তৈয়ব, আখতারুজ্জামান, মহম্মদ আলী, হাসেন আলী সরকার ও শামসুর রহমান বক্তৃতা করেন। উক্ত সভায় আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ও ৬- দফা বাস্তবায়নের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন করার দাবী জানাইয়া একটি প্রস্তাব গৃহীত হয়। অপর প্রস্তাবে শেখ মুজিবকে বিচার বিভাগের দ্বারা আত্মপক্ষ সমর্থনের সুযোগসহ অভিযুক্ত ব্যক্তিদের দেশের সাধারণ আইনে বিচার অনুষ্ঠান ও শেখ মুজিবের বর্তমান স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে অবিলম্বে একটা প্রেসনোট প্রকাশ, জয়পুরহাটে পুলিসের গুলীবর্ষণের নিন্দা ও নিহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণসহ বিচার বিভাগীয় তদন্ত, পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন, সার্বজনীন ভোটাধিকার পূর্ণ গণতন্ত্র কায়েম, দেশ হইতে জরুরী আইন প্রত্যাহার, সার্টিফিকেট প্রথা রহিত, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যহ্রাস, খাজনা ও ট্যাক্সের হার হ্রাস, তৃতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্রদের কলেজে ভর্তির সুযোগদান ইত্যাদির দাবী জানান হয়। তাহা ছাড়া আওয়ামী লীগ নেতা খন্দকার মোস্তাক, তাজুদ্দিন, ওবায়দুর রহমান, আবদুল মোমেনসহ সমস্ত রাজবন্দীর আশু মুক্তির দাবী জানান হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮