সংবাদ
২৪শে ফেব্রুয়ারি ১৯৬৮
গৌরীপুর থানা আওয়ামী লীগের বৈঠক
গৌরীপুর শহর (ময়মনসিংহ), ২১শে ফেব্রুয়ারী (নিজস্ব সংবাদদাতা)।- সম্প্রতি স্থানীয় থানা আওয়ামী লীগ অফিসে কার্যকরী সংসদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন থানা আওয়ামী লীগ সভাপতি জনাব জামসেদ আলী। সভার সাংগঠনিক বিষয়, থানা আওয়ামী লীগের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারিত, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর দীর্ঘ আলোচনা করা হয়। সভায় আগামী ২৬শে ফেব্রুয়ারী থানা আওয়ামী লীগ নির্বাচন অনুষ্ঠান, আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের বর্তমান অবস্থার জন্য প্রেসনোট প্রকাশ এবং প্রকাশ্য আদালতে তাঁহার বিচার অনুষ্ঠান এবং আত্মপক্ষ সমর্থন দানের জন্য সরকারের নিকট জোর দাবী জানানো হয়। অপর প্রস্তাবে ৬-দফার প্রতি পূর্ণ সমর্থন, দেশরক্ষা আইনে আটক জনাব তাজউদ্দীন, আবদুর রহমান সিদ্দিকী, জনাব আবদুল মোমেন, জনাব সৈয়দ আলতাফ হোসেন, জনাব হাতেম আলী খান, মিসেস মতিয়া চৌধুরীসহ সকল রাজবন্দীর আশু মুক্তি, জরুরী আইন প্রত্যাহার, প্রাপ্তবয়স্কদের ভোটে আগামী নির্বাচন অনুষ্ঠান, ১৪৪ ধারা প্রত্যাহার, সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা প্রদান, বর্ধিত খাজনা হ্রাস প্রভৃতি দাবী জানান হয়। নিত্যপ্রয়োজনীয় লবণ ও কেরোসিন সহ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার জন্য বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। অপর এক প্রস্তাবে আওয়ামী লীগ কর্মী জনাব জাবেদ আলী ও জনাব আবুল কাশেমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাহাদের আত্মার মাগফেরাৎ কামনা করা হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮