You dont have javascript enabled! Please enable it! 1968.03.01 | বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভার দাবী | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১লা মার্চ ১৯৬৮
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভার দাবী
(নিজস্ব বার্তা পরিবেশক)

গতকাল বৃহস্পতিবার পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সাধারণ সভায় দেশের স্বাভাবিক আইন অনুযায়ী প্রকাশ্যে শেখ মুজিবর রহমানের বিচার অনুষ্ঠানের ত্বরিত ব্যবস্থা গ্রহণ, অবিলম্বে সকল রাজবন্দীর মুক্তি ও জরুরী অবস্থা প্রত্যাহারের দাবী জানান হয়।
সম্মেলনে জনাব সিরাজুল ইসলামকে সভাপতি ও জনাব মনিরুল ইসলামকে সম্পাদক নির্বাচিত করিয়া নূতন কমিটি গঠন করা হয়।
সম্মেলনে ছাত্রলীগ সভাপতি জনাব ফেরদৌস কোরেশী পূর্ব পাকিস্তানের প্রতি ‘ইনসাফ’ করার এবং আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদানের দাবীতে বক্তৃতায় বলেন যে, পূর্ব পাকিস্তানীরা অন্য যে কোন অঞ্চলের বাসিন্দাদের অপেক্ষা তিল পরিমাণ কম দেশপ্রেমিক নহেন। পূর্ব পাকিস্তানীরা বিচ্ছিন্নতা কামনা করেন না। তবে এই দেশে সমান রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার লইয়া মর্যাদার সহিত নাগরিকত্ব ভোগ করিতে চাহেন। তিনি বলেন যে, শুধু ইনসাফের ভিত্তিতেই জাতীয় সংহতি অর্জন করা সম্ভব। জনাব মোদাচ্ছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলীয় সম্পাদক জনাব আসাদুজ্জামান লাকীও বক্তৃতা করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮