You dont have javascript enabled! Please enable it! 1968.02.12 | ‘বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র' ও শেখ মুজিব | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১২ই ফেব্রুয়ারি ১৯৬৮
‘বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র’ ও শেখ মুজিব

সভায় গৃহীত এক প্রস্তাবে বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতারকৃত শেখ মুজিবর রহমান ও অপর ২৮ জনের বিচার প্রকাশ্যে দেশের প্রচলিত স্বাভাবিক আইন অনুযায়ী অনুষ্ঠানের দাবী জানান হইয়াছে। একই প্রস্তাবে অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ সাপেক্ষ ও বিষয়টি বিচারাধীন হওয়া সত্ত্বেও মহল বিশেষের পক্ষ হইতে ইহাকে উপলক্ষ করিয়া বিরোধীদলীয় নেতৃত্ব সম্পর্কে যে অপপ্রচার চালান ও হুমকী প্রদর্শন করা হইতেছে উহার প্রতিবাদ জানান হয়। প্রস্তাবে শেখ মুজিবর রহমানের অবস্থান ও স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে সরকারী প্রেসনোট প্রকাশেরও দাবী জানান হইয়াছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮