You dont have javascript enabled! Please enable it! 1968.02.13 | নোয়াখালী জেলা ন্যাপের নবনির্বাচিত সংসদের বৈঠক - ডেল্টা জুট মিলে লক আউট ঘোষণায় ক্ষোভ প্রকাশ | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১৩ই ফেব্রুয়ারি ১৯৬৮
নোয়াখালী জেলা ন্যাপের নবনির্বাচিত সংসদের বৈঠক
ডেল্টা জুট মিলে লক আউট ঘোষণায় ক্ষোভ প্রকাশ

চৌমুহনী, ৮ই ফেব্রুয়ারী (নিজস্ব সংবাদদাতা)।— স্বায়ত্তশাসন প্রতিটি মানুষের প্রাণের দাবী। এই দাবীর প্রতি আমরা গভীর আস্থা জ্ঞাপন করিতেছি। বিচ্ছিন্নতাবাদের নামে স্বায়ত্তশাসনের দাবীকে বানচাল করার সকল প্রকার ষড়যন্ত্রের আমরা তীব্র নিন্দা করি। আমরা প্রতিটি বিরোধী দলকে স্বায়ত্তশাসন, রাজবন্দীদের মুক্তি, সার্বজনীন ভোটাধিকারসহ কৃষক-শ্রমিকের অপরাপর দাবী নিয়া ঐক্যবদ্ধ আন্দোলন গড়িয়া তোলার আহ্বান জানাইতেছি। সম্প্রতি চৌমুহনী পাবলিক হলে অনুষ্ঠিত নবনির্বাচিত নোয়াখালী জেলা ন্যাপের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে ইহা ঘোষণা করা হয়। প্রস্তাবে আরও বলা হয়, শেখ মুজিবসহ ২১ জন বন্দীকে প্রকাশ্য আদালতে আত্মপক্ষ সমর্থনের অধিকার দেওয়া হোক।
অপর এক প্রস্তাবে ডেল্টা জুট মিলে লকআউট চলার জন্য ক্ষোভ প্রকাশ করা হয় এবং শ্রমিকদের দাবীর প্রতি সমর্থন জ্ঞাপন করা হয়। শ্রমিক নেতৃবৃন্দকে নেতৃত্বের লড়াই ছাড়িয়া প্রায় দুই হাজার শ্রমিকের রুটি-রুজির লড়াইতে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শ্রমিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধ হইয়া মালিকের সাথে আলোচনা করিয়া মালিকের গোড়ামির অবসান করতঃ অসহায় শ্রমিকদেরকে দুরাবস্থার হাত হইতে রক্ষা করিবার জন্য আহ্বান জানান হয়। সভায় প্রথম অধিবেশনে মূল সভাপতির অনুপস্থিতিতে ডাঃ আলাউদ্দিন আহমদ ও বৈকালিক অধিবেশনে জেলা সভাপতি মওলানা খালেদ সাইফুল্লাহ সভাপতিত্ব করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!