You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
৮ই ফেব্রুয়ারি ১৯৬৮
সরকারী প্রেসনোটের আকারে
শেখ মুজিবের স্বাস্থ্যগত অবস্থান প্রকাশের আহ্বান
(নিজস্ব বার্তা পরিবেশক)

ধানমণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান ও ৬-দফা কর্মসূচীর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করিয়াছে। উক্ত ইউনিয়ন আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সভায় শেখ মুজিবের স্বাস্থ্য সম্পর্কিত খবর প্রেসনোটের আকারে সর্বসাধারণ্যে প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় গৃহীত প্রস্তাবে জনাব তাজউদ্দিন, খোন্দকার মোশতাক আহমদ, জনাব আবদুল মোমেন প্রমুখ সকল রাজবন্দীর মুক্তি, জরুরী অবস্থা প্রত্যাহার এবং প্রদেশের বিভিন্ন স্থানে জারীকৃত ১৪৪ ধারা প্রত্যাহারের দাবী জানানো হয়। সভায় বর্তমান খাদ্য পরিস্থিতি এবং বিভিন্ন দ্রব্যসামগ্রীর আকাশচুম্বী মূল্যের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করিয়া খাদ্যসহ বিভিন্ন দ্রব্যসামগ্রীর মূল্য হ্রাসের কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও রেশনে চাউলের পরিমাণ বৃদ্ধির দাবী জানানো হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!