You dont have javascript enabled! Please enable it! 1968.01.23 | বন্দী মুক্তি প্রশ্নে ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
২৩শে জানুয়ারি ১৯৬৮
বন্দী মুক্তি প্রশ্নে ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
(নিজস্ব বার্তা পরিবেশক)

পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন কারাগারে আটক সকল রাজবন্দীর এবং বিচ্ছিন্নতাবাদের অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের বিচার প্রকাশ্যে নিয়মিত আদালতে অনুষ্ঠানের জন্য এবং তাঁহাকে আত্মপক্ষ সমর্থনের সকল সুযোগ প্রদানের দাবী জানাইয়া গতকাল (সোমবার) পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীর হাবিবুর রহমান একটি বিবৃতি প্রদান করিয়াছেন।
বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি দেশরক্ষা আইনে বন্দী আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমানকে বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্রের সহিত জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী আইনে গ্রেফতার করা হইয়াছে বলিয়া সরকারী প্রেসনোটে প্রকাশ। শেখ মুজিবর রহমান বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্রের সহিত জড়িত ছিলেন কিনা উহা প্রমাণ সাপেক্ষ। সমগ্র ঘটনাটি বিচারাধীন বলিয়া এ বিষয়ে কোন প্রকার মন্তব্যের অবকাশ নাই। আমরা মনে করি, ন্যায়বিচার সুনিশ্চিত করার জন্য অভিযুক্তের নিয়মিত আদালতে প্রকাশ্য বিচার হওয়া উচিত এবং আত্মপক্ষ সমর্থনের জন্য তাঁহাকে পূর্ণ সুযোগ দেওয়া উচিত।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮