সংবাদ
২৫শে জানুয়ারি ১৯৬৮
পরিষদে শেখ মুজিব প্রসঙ্গ
বিরোধী দলের নেতা কর্তৃক সরকারী ব্যাখ্যা দাবী
ঢাকা, ২৪শে জানুয়ারী।— পিপিআই পরিবেশিত খবরে প্রকাশ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান বর্তমানে কোথায় এবং কেমন আছেন তাহা প্রকাশের জন্য পূর্ব পাকিস্তান পরিষদে বিরোধীদলের নেতা জনাব মালেক উকিল অদ্য সরকারের প্রতি আহ্বান জানান।
পরিষদে প্রশ্নোত্তর সমাপ্তির পর জনাব আবদুল মালেক দাঁড়াইয়া বলেন যে, ‘আগরতলা ষড়যন্ত্রের’র সহিত শেখ মুজিবর রহমানকে জড়িত করার রিপোর্ট প্রকাশের পর তাঁহার সম্পর্কে বিভিন্ন ধরনের গুজব শুনা যাইতেছে। জনাব মালেক ব্যাপারটি পরিষ্কাররূপে ঘোষণা করার দাবী জানান। কোনরূপ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি বিরোধী দলসমূহের সমর্থন নাই বলিয়া বিরোধীদলের নেতা ঘোষণা করেন এবং বলেন যে, ষড়যন্ত্রের সহিত জড়িত ব্যক্তিদের প্রকাশ্য আদালতে বিচার হওয়া উচিত।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু চতুর্থ খণ্ড: ষাটের দশক ॥ তৃতীয় পৰ্ব ॥ ১৯৬৮